অ্যামচেমকে বাণিজ্য উপদেষ্টা

ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চাই

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা যা আছে তা কমাতে চাই। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি মন্তব্য করেন। সময় বাণিজ্য সহজীকরণ, ট্যারিফ হ্রাস, শিপিং সুবিধা, ক্যাশলেস লেনদেন বৃদ্ধি, বন্দরের জটিলতা এবং যানজট সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

. সালেহউদ্দিন বলেন, ‘গত ১৬ বছরে কোনো নিয়মনীতি মানা হয়নি। কারণে ব্যাংকগুলোয় ১৮ হাজার কোটি টাকার ঘাটতি সৃষ্টি হয়েছে।

সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যে আননেসেসারি অবস্ট্যাকল (অপ্রয়োজনীয় বাধা) যা আছে তা কমাতে চাই।

সাক্ষাৎকালে অ্যামচেমের প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট ডিজিটাল পেমেন্টে ক্যাশ ইনসেনটিভ চালুর দাবি জানান। তাদের মতে, এটি ক্যাশলেস সোসাইটির দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

সময় আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, নির্বাহী সদস্য মইনুল হক রুবাবা দৌলা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন