জানুয়ারি-আগস্ট

সাড়ে ৩ কোটির বেশি বিদেশী পর্যটক তুরস্কে

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) উল্লেখযোগ্য পরিমাণ বিদেশী পর্যটক পেয়েছে তুরস্ক। সময় ২০২৩ সালের একই সময়ের তুলনায় দেশটিতে আন্তর্জাতিক ভ্রমণার্থী বেড়েছে দশমিক শতাংশ, যার পরিমাণ কোটি ৫৮ লাখ। গতকাল তুরস্কের সংস্কৃতি পর্যটনবিষয়ক মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

জানুয়ারী-আগস্ট সময়ের মধ্যে বিদেশী পর্যটকের ক্ষেত্রে তুরস্কে নেতৃত্বের আসনে ছিল রুশ নাগরিকরা। সময় ৪৫ লাখ ৫০ হাজার রুশ দেশটি ভ্রমণ করে। এরপর রয়েছে জার্মানি যুক্তরাজ্য। দেশ দুটি থেকে যথাক্রমে ৪৩ লাখ ৮০ হাজার ৩১ লাখ দর্শনার্থী পেয়েছে তুরস্কের জনপ্রিয় গন্তব্যগুলো।

প্রতিবেদনে বলা হচ্ছে, সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেছেন তুরস্কের বৃহত্তম শহর প্রধান পর্যটন আকর্ষণ ইস্তানবুল। মোট বিদেশী ভ্রমণকারীর ৩২ দশমিক শতাংশ ঘুরে দেখেছেন ঐতিহ্যবাহী শহরটি, যার পরিমাণ কোটি ২২ লাখ ৭০ হাজার। এরপর রয়েছে ভূমধ্যসাগরীয় শহর আন্টালিয়া, এখানে এসেছেন কোটি ১০ লাখ পর্যটক। তৃতীয় স্থানে রয়েছে বুলগেরিয়া গ্রিস সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর এডিরন। এখানে ভ্রমণ করেছেন ৩৩ লাখ ৬০ লাখ দর্শনার্থী।

উল্লেখিত, আট মাসের মধ্যে আগস্টে তুরস্কে ৬৮ লাখ ২০ হাজার পর্যটক এসেছেন, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় দশমিক ৪৭ শতাংশ বেশি।

কভিড-১৯ মহামারীর কারণে দুই বছর স্থবির থাকার পর সাম্প্রতিক বছরগুলোয় বৈশ্বিক পর্যটন পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে মূল্যস্ফীতি ভূরাজনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জের মধ্যে জানুয়ারি-জুলাইয়ে প্রাক-মহামারী স্তরের প্রায় ৯৬ শতাংশ পুনরুদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ তা পুরোপুরি পুনরুদ্ধারে পৌঁছতে পারে।

২০২৩ সালে তুরস্ক রেকর্ড কোটি ৯২ লাখ বিদেশী পর্যটক পেয়েছে। এর আগের বছর সংখ্যা ছিল কোটি ৪৫ লাখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন