মাগুরায় তিনজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

মাগুরায় মোটরসাইকেল প্রাইভেট কারের সংঘর্ষ এবং অটোরিকশা উল্টে তিনজন নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, বাগেরহাট, চট্টগ্রাম গাজীপুরে আরো সাতজনের প্রাণহানি হয়েছে। গতকাল আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে

মাগুরা: মোটরসাইকেল প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরীচরণপুর গ্রামের মো. পিকুলের ছেলে সানি (২১) একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মুহিব। মাগুরা হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে সদর উপজেলার নড়িহাটিতে অটোরিকশা উল্টে চালক ফারুক হোসেন (১৪) নিহত হয়েছে। সে নড়িহাটি গ্রামের জাহিদ মিয়ার ছেলে।

ঝিনাইদহ: ফরিদপুর থেকে গতকাল একটি মিনি ট্রাক ঝিনাইদহ হয়ে মেহেরপুর যাচ্ছিল। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটিতে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হয়েছেন আরো একজন। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা থানার বড় কাউনিয়া গ্রামের আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫) আহত মতিয়ার রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে পাওয়া যায়নি।

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল দুপুরে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শ্রেণিখালী গ্রামের লতিফ খানের ছেলে মো. আল-আমিন খান (৪৫) মো. হরমুজ গাজী (৬৫) মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম: নগরীর শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে ঢুকে পড়েছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। সোমবার রাত পৌনে ১১টার দিকে দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি নয়জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গাজীপুর: জেলার বোর্ড বাজারে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। ঘটনায় উত্তেজিত জনতা উজান ভাটি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। তারা বাসটির চালক হেলপারকে মারধর করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত অজুফা (৫২) ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার চৌউদা উত্তরপাড়ার ফজলুল হকের স্ত্রী। তিনি গাজীপুর মহানগরীর গাছা রোডে ভাড়া বাসায় থাকতেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন জানান, বাসচাপায় এক নারী নিহতের ঘটনায় স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন