প্রগতি লাইফের শেয়ারদর বেড়েছে ১৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহ শেষে বেড়েছে ১৬ দশমিক ১৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২৩৬ টাকা ৩০ পয়সা, আগের সপ্তাহ শেষে যা ছিল ২০৩ টাকা ৪০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটি ২৯৬ কোটি ৩৮ লাখ টাকা নিট প্রিমিয়াম আয় করেছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ২৬১ কোটি ৩ লাখ টাকা। 

তথ্য অনুসারে, চলতি বছরের ৩০ জুন শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬৩৫ কোটি ৩২ লাখ টাকা। যেখানে গত বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৬২২ কোটি ৬৮ লাখ টাকা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর আগে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশের ঘোষণা দিয়েছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন