দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক বাড়লেও লেনদেন নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক সামান্য বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৭২৭ পয়েন্টে। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে প্রায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১০০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে প্রায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ২৪৬ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ২১৩টির আর অপরিবর্তিত ছিল ৪২টির দর। এছাড়া লেনদেন হয়নি ১৬টির।
গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, বীকন ফার্মাসিউটিক্যালস, কোহিনূর কেমিক্যালস, প্রাইম ব্যাংক ও রেনাটার শেয়ার। ডিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে মোট ২ হাজার ৪৫২ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ২২১ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৪ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ৮ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাত। এছাড়া ৭ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর বস্ত্র খাতের দখলে ছিল ৭ দশমিক ৮ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল পাট, জীবন বীমা ও ভ্রমণ খাত। এ তিন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৮ দশমিক ৬, ৪ দশমিক ৯ ও ৩ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল সিরামিক, মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাত। এ তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ২ দশমিক ৫, ১ দশমিক ৬ ও ১ দশমিক ৩ শতাংশ।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৩২ শতাংশ বেড়ে ১৬ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৩২ শতাংশ বেড়ে ৯ হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে গত সপ্তাহে ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৩৫ কোটি টাকা। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত ছিল ২৭টির বাজারদর।