নৌকা ও ত্রাণ নিয়ে বন্যা কবলিত অঞ্চলে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা

নিজস্ব প্রতিবেদক

ছবি- বণিক বার্তা

নৌকা ও শুকনো খাবার নিয়ে বন্যার্তদের কাছে যাচ্ছেন বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এমন চিত্র দেখা যায়।

নৌকা ও শুকনো খাবার নিয়ে চৌদ্দগ্রামের মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছেন আব্দুল মজিদ। কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোডে আব্দুল মজিদ ও আরো কয়েকজনকে একটি কাভার্ড ভ্যানে দুটি নৌকা ও ত্রাণ নিয়ে যেতে দেখা যায়।

এসময় তিনি বণিক বার্তাকে বলেন, আমার গ্রামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে। গতকাল আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে ফান্ড সংগ্রহ করি। আজ ভোরে আমরা রওনা দিই। আমাদের উদ্দেশ্য বন্যার্তদের পাশে দাঁড়ানো। যতটুকু পারি ততটুকু দিয়ে বন্যার্তদের পাশে থাকব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন