ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

ছবি: বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ৩জনকে আটক করেছে বিজিবি। আটককৃত অপর ব্যক্তিরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দফতর।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ভারতে পালানোর সময় সকালে আখাউড়ার গাজীরবাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ফজলে করিমকে জনসম্মুখে আর দেখা যায়নি। এর মধ্যে পুরাতন বিভিন্ন ঘটনা ও ছাত্র আন্দোলনের সময়কার ঘটনা নিয়ে রাউজান এবং চট্টগ্রামে বেশ কয়েকটি মামলাও হয়েছে। গত সরকারের রেল সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন