ডিবির হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

সাবেক ডিবি প্রধান, বর্তমানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ আগস্ট) পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক ডিবি প্রধান, বর্তমানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে ৩ সদস্যের একটি অনুসন্ধান টিম এ অনুসন্ধান করছে। টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দীন মিনহাজ।

গত ১৯ আগস্ট এ অনুসন্ধান টিম গঠন করা হয়। দুদক সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, গোল্ডেন স্কাই ফুটওয়্যার নামে তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া হারুনের মা জহুরা খাতুন প্রেসিডেন্ট রিসোর্টের চেয়ারম্যান ও তার স্ত্রী পরিচালক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন