এক নজরে সারা দেশের বন্যা ও বৃষ্টিপাতের সার্বিক পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

দেশের উত্তর-পূর্ব, পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতলে ক্রমেই বাড়ছে। টানা ভারি বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ত্রিপুরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাতের কারণে এসব অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও সংলগ্ন উজানে ভারি বৃষ্টির প্রবণতা কমতে পারে। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাও কমতে পারে। এতে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন এলাকাগুলোর বন্যা পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি কমছে। তবে পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে।

দেশের ১৪টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে কুশিয়ারা, মনু, খোয়াই নদীর পানি বাড়ছে। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

বন্যা আক্রান্ত জেলার মধ্যে রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম।

গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ও উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। যার মধ্যে নারায়ণহাট (চট্টগ্রাম) ২০১ মি.মি., সুনামুরা (ত্রিপুরা) ২৬৯ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন