২০২৩-২৪ অর্থবছর

২৮ হাজার ৮৫২ কোটি টাকার কর আহরণ করেছে এলটিইউ

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেয়া লক্ষ্যমাত্রার বড় একটি অংশের জোগান দেয় বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) দেশের ব্যাংক খাত, বৃহৎ কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বৃহৎ ব্যক্তি করদাতারা এখানকার করদাতা। এলটিইউতে কর মূসক দুটি বিভাগ রাজস্ব আহরণ করে।

সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ৩৩ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এলটিইউর কর বিভাগ মোট ২৮ হাজার ৮৫২ কোটি টাকার কর আহরণ করেছে। ২০২২-২৩ অর্থবছরে ২৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছিল ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা।

এলটিইউ সূত্রে জানা গেছে, প্রত্যক্ষ করের বিশাল একটি অংশ তারা আহরণ করে। ২০২৩-২৪ অর্থবছরে এলটিইউকে কর আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হয় ৩৫ হাজার কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ৩৩ হাজার কোটি টাকা করা হয়। ২০২২-২৩ অর্থবছরে পুরো আয়কর বিভাগ প্রত্যক্ষ কর আহরণ করে লাখ ১৩ হাজার ৩৪৬ কোটি টাকা। এর মধ্যে এলটিইউর আহরণ ছিল ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা। অর্থাৎ প্রত্যক্ষ করের ২২ দশমিক ৮১ শতাংশ কর আহরণ করেছে এলটিইউ। তবে ২০২৪-২৫ অর্থবছরে তাদের দেয়া লক্ষ্যমাত্রা এখনো জানা যায়নি। এলটিইউর মূল্য সংযোজন কর (মূসক) বিভাগ সূত্রে জানা গেছে, গত জুনে তারা হাজার ৬৬৪ কোটি টাকার রাজস্ব আহরণ করেছে।

এলটিইউ কর বিভাগ সূত্রে জানা গেছে, জুনে ১০ হাজার ৪৩৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ৬০০ কোটি টাকার কর আদায় হয়েছে। মে মাসে হাজার ৫৫৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ১৭৫ কোটি টাকা আদায় হয়েছে। এপ্রিলে ৯৪৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ২৫ কোটি টাকা আদায় হয়েছে। মার্চে হাজার ৯৮৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ৯০০ কোটি টাকা আদায় হয়েছে। ফেব্রুয়ারিতে হাজার ৯৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ৪২৫ কোটি টাকা আদায় হয়েছে। জানুয়ারিতে ৯৬৪ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ৩০০ কোটি টাকা আদায় হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে হাজার ৫৮০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ৫৮৫ কোটি টাকা আদায় হয়েছে। নভেম্বরে হাজার ৬৪৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ১৯৫ কোটি টাকা আদায় হয়েছে। অক্টোবরে হাজার ৮৬১ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ২৪২ কোটি টাকা আদায় হয়েছে। সেপ্টেম্বরে হাজার ২২২ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ৬৯৫ কোটি টাকা আদায় হয়েছে। আগস্টে হাজার ৫০৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে হাজার ৬০ কোটি টাকা আদায় হয়েছে। অর্থবছরের শুরুতে, অর্থাৎ গত জুলাইয়ে হাজার ৫০৪ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৫০ কোটি টাকা আদায় হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন