বিশ্ব বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২,৩২৬.৪৭ ডলার

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা

বিশ্ব বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। স্পট মার্কেটে শুক্রবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ৩২৬ ডলার ৪৭ সেন্টে স্থিতিশীল ছিল। তবে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে এদিন স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৩৩৯ ডলার ৬ সেন্টে। খবর রয়টার্স, ডেক্কান হেরাল্ড। 

এদিকে ভারতীয় স্বর্ণের বাজার চলতি বছরের প্রথম প্রান্তিকে ৬-৭ শতাংশ বেড়েছে, যার বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৭৫ হাজার কোটি রুপি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন গ্লোবাল গোল্ড কাউন্সিল ইন্ডিয়ার আঞ্চলিক সিইও শচীন জৈন। 

ভারতের ইনফরমা মার্কেটস আয়োজিত হায়দরাবাদ জুয়েলারি পার্ল অ্যান্ড জেম ফেয়ারের (এইচজেএফ) ১৬ সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় শচীন জৈন বলেন, ‘ভারতীয় স্বর্ণের বাজার অসাধারণ স্থিতিস্থাপকতা ও প্রসারতা দেখিয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় ৭ শতাংশ বেড়েছে, যার দাম প্রায় ৭৫ হাজার কোটি রুপি। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল ৬৫-৬৬ হাজার কোটি রুপি।’ 

শচীন জৈন বলেন, ‘দাম বাড়তি থাকা সত্ত্বেও খুচরা বাজারে স্বর্ণের যথেষ্ট চাহিদা রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকও সম্প্রতি উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ কিনছে। চলতি বছরজুড়েই ভারতে স্বর্ণের ব্যবহার ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখবে বলে অনুমান করা হচ্ছে। এ সময় দেশটি ৭০০-৮০০ টন স্বর্ণ ব্যবহার করতে পারে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন