জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় দুজন গ্রেফতার

বণিক বার্তা প্রতিনিধি, জাবি

ছবি : বণিক বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় দুই বহিরাগত যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই মো. নূর আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা মামলা করেছেন। দুই যুবককে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

এসআই নূর আলম জানান, গ্রেফতারকৃত নাজমুল হাসান (৩২) সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ক্যাফেটেরিয়ায় চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত। আরেকজনের নাম আলামিন (২৮)। তিনি একই প্রতিষ্ঠানে উন্নয়ন প্রকল্পে দৈনিক মজুরিভিত্তিতে কাজ করেন।

অভিযোগকারী নারী শিক্ষার্থী জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি এক বন্ধুর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে ক্যাম্পাসের মনপুরা এলাকার দিকে যাচ্ছিলেন। ওই সময় অপরিচিত তিন যুবক তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ২০ লাখ টাকা দাবি করে। অন্যথায় ‘শারীরিক হেনস্তা’ ও মেরে ফেলার হুমকি দেয়।

ওই শিক্ষার্থী বলেন, ‘প্রায় তিন ঘণ্টা পর আমার বন্ধু টাকা আনার কথা বলে অন্য শিক্ষার্থীদের ফোন করে। এরপর শহীদ সালাম বরকত হলের একদল শিক্ষার্থী আমাদের উদ্ধার করে। এ সময় এক ছিনতাইকারী পালিয়ে যায়। বাকি দুজনকে পুলিশে দেয়া হয়।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে প্রক্টরকে অবহিত করেছি। পরে রেজিস্ট্রারের অনুমতি সাপেক্ষে আটককৃতদের পুলিশে সোপর্দ করেছি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন