পেনশন স্কিম

কর্মবিরতি ঘোষণা রাবি শিক্ষক সমিতির

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পেনশন স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তকরণ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতি। ২৬ ২৭ জুন অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। আগামী জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সমিতির নেতারা। গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় ২৬ ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে এবং ৩০ জুন পূর্ণ দিবস কর্মবিরতি থাকবে। এদিন বেলা ১১-১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। তবে পরীক্ষাগুলো কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন