বাগেরহাটে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলায় সার্কাস, নাগরদোলা, স্লিপার, খেলনা ট্রেন, ভূতের বাড়ি, ফুসকা-চটপটি, ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ও তৈরি পোশাকসহ বিভিন্ন ধরনের ৬০টি স্টল বসেছে। মেলা ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা।

মেলায় ঘুরতে আসা জাহানারা আক্তার বলেন, ‘ঢাকায় থাকি ঈদের ছুটিতে বাড়ি এসেছিলাম। এসে শুনেছি বাণিজ্য মেলা হচ্ছে, তাই বন্ধুরা মিলে ঘুরতে এলাম।’ 

১৫ জুন শুরু হওয়া মাসব্যাপী এ মেলা চলবে ১৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে। মেলায় প্রবেশ করতে গুনতে হবে ২০ টাকা। এ ২০ টাকার টিকিটে নির্দিষ্ট নম্বর থাকবে এবং টিকিট দিয়ে হবে র‌্যাফল ড্র। র‌্যাফল ড্রতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার। বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত হোসেন লিটন বলেন, ‘মেলায় আগত দর্শনার্থী ও স্থানীয়দের জন্য সব ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে। মেলায় নিরাপত্তা ব্যবস্থাও থাকবে খুবই শক্তিশালী। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন