লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি: বণিক বার্তা

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় সদর উপজেলার ভবানীগঞ্জে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন–ওমর ফারুক (৫) ও নাফিজা মোবারক মাদিহা (৮)। তারা সম্পর্কে আপন ভাই–বোন 

নিহত নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর ঘাটে গেলে পা পিছলে ওমর পানিতে পড়ে যায়। এ সময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে নামে। এতে দু'জনেই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) খুরশিদ আলম বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। একসঙ্গে দুটি সন্তানের মৃত্যু খুব বেদনাদায়ক। নিহতদের মা-বাবাকে সান্ত্বনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন