ক্রিস হেমসওয়ার্থকে কাস্ট করলেন না কেভিন কস্টনার

ফিচার ডেস্ক

ছবি: ইউএসএ টুডে

সময়ের জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। বিশেষ করে মার্ভেল কমিকসের ‘থর’ চরিত্র দিয়ে অনন্য উচ্চতায় উঠেছেন তিনি। তার পরও পরিচালক ও অভিনেতা কেভিন কস্টনারের কাছে আবদার জানিয়েও পাননি প্রত্যাশিত চরিত্র। সম্প্রতি মার্কিন টেলিভিশন প্রোগ্রাম ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এ কস্টনারের সঙ্গে ঘটে যাওয়া সে ঘটনার স্মৃতিচারণ করেন ক্রিস। তিনি কস্টনারের পরবর্তী প্রকল্পে কাজ করতে মরিয়া ছিলেন। তাকে বুঝিয়েছেনও, কিন্তু রাজি করানো যায়নি। ক্রিস বলেন, ‘একটা মুভির স্ক্রিপ্ট হাতে পাই। পড়ার সঙ্গে সঙ্গেই ভালোবেসে ফেলি। সেখানে কাজ করতে চাইলাম। কেউ একজন আমাকে বলল, চরিত্রটা কেভিন কস্টনার করবে। আমি কস্টনারকে পরিচালক হিসেবে ভালোবাসি। তাই চেষ্টা করলাম তাকে বোঝাতে, যেন আমাকে দেয়া হয়। কিন্তু তার ভাবগতি ছিল ভিন্ন। তিনি নিজেই কাজটা করবেন। ফলে সে কাজ আমি পাইনি।’

ক্রিস জানান, স্ক্রিপ্টের সে দৃশ্যে ঘোড়া জড়িত, আর চরিত্রটি ঘোড়সওয়ারের। এ কারণেই তিনি সিনেমায় কাজ করতে আগ্রহী হয়ে উঠেছিলেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী স্ক্রিপ্ট পছন্দ করেছিল, সে ঘোড়া ভালোবাসে। বাড়িতে আমাদের ১০-১১টি ঘোড়া আছে। স্বাভাবিকভাবেই সে আমাকে বলেছিল চরিত্রটি করার কথা।’ 

কস্টনার নিজেও কথা বলেছেন এ ব্যাপারে এন্টারটেইনমেন্ট টুনাইটে। তিনি বলেন, ‘এটা একটা রোমান্টিক ধাঁচের গল্প। যতদিন পর্যন্ত আমি নিজে কাজ করার বয়সে আছি, করে যাব। ক্রিসকে অপেক্ষা করে যেতে হবে। অবশ্যই সে সুদর্শন ও দারুণ মানুষ। নিজের জন্য রোমান্টিক কোনো গল্প পাবে। সে যে এ গল্প পছন্দ করেছে, তার জন্য আমি আনন্দিত। যদি কখনো মনে হয় আমি চরিত্রটিতে ঠিক খাপ খাচ্ছি না, তখন তাকে নিয়ে ভাবব। এ মুহূর্তে অনিবার্যভাবেই পছন্দের শীর্ষে।’ 

নিজের প্রকল্পকে ‘বিমূর্ত’ ও ‘ছোট গল্প’ বলে অভিহিত করেছেন কস্টনার। তবে প্রকল্পটি তার বহুল প্রতীক্ষিত ‘হরাইজন’ সিরিজের অন্তর্ভুক্ত কিনা, তা জানানো হয়নি। মহাকাব্যিক ধাঁচের ওয়েস্টার্ন হরাইজন সিরিজের দুটি সিনেমা শুট করা সম্পন্ন হয়ে গেছে। প্রথমটি আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। আগামী ২৮ জুন ওয়ার্নার ব্রুসের ব্যানারে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। দ্বিতীয় চলচ্চিত্রটি আসবে আগামী ১৬ আগস্ট। যদি দুটি সিনেমা প্রত্যাশিত মাত্রায় সফলতা পায়, তাহলে আরো দুটি সিনেমার পরিকল্পনা রেখেছেন কস্টনার। সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজেই। এছাড়া অন্যান্য প্রধান চরিত্রে রয়েছেন সিয়েনা মিলার, স্যাম উর্থিংটন, জেনা ম্যালোনি, অ্যাবি লি, মিশেল রুকার, ড্যানি হুস্টন, লুক উইলসন, জেফ ফাহে, উইল প্যাটন, তানতাকা মিনস, ওয়েন ক্রু শো, ইলা হান্ট, জ্যামি ক্যাম্পবেল বাউয়ার। 

সূত্র: ডেডলাইন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন