ব্যাংকের সুদহার ১৪ শতাংশ ছাড়ালে অসহনীয় হবে: এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

ব্যাংকের সুদহার প্রতিনিয়ত বাড়ছে। এটি ১৪ শতাংশের বেশি হলে তা অসহনীয় হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম।

মঙ্গলবার (৩০ এপ্রিল) গুলশানের একটি হোটেলে রাজস্ব বৃদ্ধির উপায় নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

সেমিনারে মাহবুবুল আলম বলেন, নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ না পেলে আমরা উৎপাদন ঠিক রাখতে পারব না। ডলার সংকট এখনো রয়েছে। আমদানি ব্যয় বাড়ায় গত ৪-৫ বছরে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। তাই আগামী অর্থবছরের জন্য ব্যবসাবান্ধব একটি বাজেট হবে বলে আমরা প্রত্যাশা করছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন