কর-জিডিপি হার কম হওয়া হতাশার কিছু নয়: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

জিডিপির তুলনায় কর আহরণ কম হওয়া হতাশার কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, আমরা উৎপাদন ঠিক রাখব নাকি কর বাড়াব?

মঙ্গলবার (৩০ এপ্রিল) গুলশানের একটি হোটেলে রাজস্ব বৃদ্ধির উপায় নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, নেপাল, মালদ্বীপসহ প্রতিবেশী যেসব দেশের রাজস্ব আহরণ বেশি বলা হয় তারা পর্যটন থেকে বেশি রাজস্ব পেয়ে থাকে। কিন্তু আমরা রাজস্ব না বাড়িয়ে উৎপাদন ঠিক রাখার দিকে নজর দিচ্ছি। শিল্পকে সহায়তা দেয়ার মাধ্যমে কর্মসংস্থান বাড়ছে। গত কয়েক বছর আমরা শিল্পকে নীতি সহায়তা দেয়ার বিষয় নিয়ে কাজ করছি। পর্যায়ক্রমে করপোরেট ট্যাক্স কমিয়ে আনছি। কিন্তু অনবরত আমাদের অভিযোগ শুনতে হয়। আমরা বদনামের কাজ করি না।

করবৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, অনেকেই কর দিতে চায় না। সরকারি প্রতিষ্ঠানও কর ছাড়ের জন্য অনবরত তদবির করে। তাই কর বৃদ্ধি সহজ বিষয় নয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন