চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করল পরিবেশ অধিদপ্তর

সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর উদ্যোগে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। চিত্রাংকন প্রতিযোগিতায় ছবি মূল্যায়ন করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. ছিদ্দিকুর রহমান, চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম ও শিল্পকলা একাডেমির উপপরিচালক খন্দকার রেজাউল হাশেম। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগীদের নাম আগামী ২১ মে ২০২৪ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নোটিশ বোর্ড, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট www.doe.gov.bd -এ প্রকাশ এবং টেলিফোনে জানানো হবে। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রাজিনারা বেগম, পরিচালক (ঢাকা অঞ্চল) মো. আবুল কালাম আজাদ ও পরিচালক (আইটি) খালেদ হাসানসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন