আইডিসির পূর্বাভাস

আইওএসের তুলনায় দ্বিগুণ প্রবৃদ্ধিতে ফিরবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন

বণিক বার্তা ডেস্ক

ছবি: ব্যাকলিংকো

চলতি বছর স্মার্টফোনের বৈশ্বিক বাজার অনেকটাই পুনরুদ্ধার হবে বলে মনে করছেন প্রযুক্তিবিশারদরা। এর মধ্যে আইওএসের তুলনায় অ্যান্ড্রয়েডের বাজার দ্বিগুণ প্রবৃদ্ধিতে ফিরবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্যের বরাতে গিজচায়নায় প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে।

প্রায় ২৭ মাসের বেশি সময় ধরে বৈশ্বিক স্মার্টফোন বাজার নেতিবাচক ধারায় রয়েছে। ২০২৩-এর শেষদিকে পুনরায় ঘুরে দাঁড়াতে শুরু করে এ খাত। আইডিসির তথ্যানুযায়ী, বাজার পুনরুদ্ধারের পাশাপাশি অপারেটিং সিস্টেম ব্যবহারেও বড় পরিবর্তন আসবে।

বাজার গবেষণা সংস্থাটির মতে, চলতি বছর অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে ভালো প্রবৃদ্ধিতে থাকবে। অনেকের মতে যা আইওএসের তুলনায় দ্বিগুণও হতে পারে। সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ভালো অবস্থানে ছিল। বিশ্ববাজারেও কোম্পানিটি এর পণ্য সরবরাহ বাড়িয়েছে এবং আন্তর্জাতিক বাজারে ভালো প্রবৃদ্ধিও অর্জন করেছে।

শুধু বিক্রির কারণে যে বাজার পুনরুদ্ধার হচ্ছে তা নয়, এর পাশাপাশি ডিভাইস বা পণ্যের মূল ও গড় বিক্রি মূল্য বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি হয়েছে। এর মাধ্যমে প্রিমিয়াম ডিভাইস সংগ্রহে ভোক্তাদের ইতিবাচক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সামগ্রিকভাবে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রি বছরওয়ারি হিসেবে ৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ২৮ কোটি ৯০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে।

আইডিসির তথ্যানুযায়ী, গত প্রান্তিকে অ্যাপলের স্মার্টফোন বিক্রি ১০ শতাংশ কমেছে। বিশেষ করে স্মার্টফোনের অন্যতম বাজার চীনে বিক্রি কমায় নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থনৈতিক অস্থিতিশীলতা থেকে শুরু করে অভ্যন্তরীণ কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় চীনে অ্যাপলের বিক্রি কমেছে। দেশটির অধিবাসীরা বর্তমানে স্থানীয় কোম্পানির স্মার্টফোন ক্রয়ে ঝুঁকছে।

আইডিসির নাবিলা পোপাল জানান, গত প্রান্তিকে অ্যাপলের বিক্রি কমলেও গত চার বছরে কোম্পানিটি ভালো অবস্থানে ছিল। মার্কিন কোম্পানিটি বিভিন্ন সংকটের মধ্যেও সরবরাহ চেইনের সমস্যা ও বিভিন্ন অর্থনৈতিক সমস্যা সঠিকভাবে নিয়ন্ত্রণ করেছে।

স্মার্টফোনের বাজারে ১৩ বছরেরও বেশি সময় ধরে শীর্ষে রয়েছে স্যামসাং। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে কোম্পানিটি অ্যাপলের কাছে শীর্ষস্থান হারালেও পুনরায় জায়গা দখলে নিয়েছে। 

আইডিসির তথ্যানুযায়ী, স্মার্টফোন বাজার পুনরুদ্ধারে মিড ও হাই এন্ড বা ফ্ল্যাগশিপ ডিভাইস বেশি ভূমিকা রেখেছে। বিপরীতে সাশ্রয়ী মূল্যের ডিভাইস সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। গ্রাহক বর্তমানে কম দামের পরিবর্তে ডিভাইসের মান ও ফিচারকে প্রাধান্য দিচ্ছে বলেই এ পরিবর্তন দেখা যাচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের।

অন্যদিকে অ্যাপলের বাজার হিস্যা কমে যাওয়ায় হুয়াওয়ে, শাওমি ও অপোর মতো স্থানীয় কোম্পানিগুলো তাদের অবস্থান শক্তিশালী করছে। স্থানীয় কোম্পানিকে সহযোগিতা করার যে মনোভাব সেটি অ্যান্ড্রয়েডের বাজার বৃদ্ধিতে প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ স্মার্টফোনের বাজারে আরো পরিবর্তন আনবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ফিচারের ব্যবহার স্মার্টফোনের বাজারে আলাদা অবস্থান তৈরি করেছে। এদিক থেকে স্যামসাং এর ডিভাইসগুলোয় নতুন সব ফিচার আনছে, যা কোম্পানির বাজার হিস্যা বাড়াতে সহায়তা করছে। প্রযুক্তিবিদদের মতে, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে অ্যাপলকে আরো ভালো ফিচার ও সুবিধা নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন