শুরুটা ভালো হলো মন্দিরার

ফিচার প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

ঈদে মুক্তি পেয়েছে কাজলরেখা। সিনেমাটিতে নাম ভূমিকায় আছেন মন্দিরা চক্রবর্তী। সিনেমাটি দেশজুড়ে হলে হলে মুক্তি না পেলেও যে ক’টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তাতেই মন্দিরা চক্রবর্তী তার অভিনয় দিয়ে এবং গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। মোট সাতটি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে মন্দিরা নিজেও বেশ কয়েকবার হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের সঙ্গে কথা বলেছেন। গতকালও তিনি রাজধানীর সীমান্ত সম্ভার-এ ‘কাজলরেখা’ দেখেছেন। 

সিনেমায় মন্দিরার অভিনয় প্রশংসিত হয়েছে। মন্দিরা চক্রবর্তী দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রতিনিয়ত, কখনো সরাসরি দর্শকের সঙ্গে কথা বলে, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের কাজ ও তার প্রতিক্রিয়ায় খুশি এ অভিনেত্রী। সিনেমার প্রতিক্রিয়া ও তার অভিনয় নিয়ে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘কাজলরেখা আমার জীবনের প্রথম সিনেমা। প্রথম সিনেমায়ই নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটি বিষয় ছিল। সেলিম ভাইয়ের প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রত্যাশা ছিল যে সিনেমাটি দর্শকের কাছে ভালো লাগবে। বিশেষত আমার চরিত্রটি। দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হয়েছেন, এটাই আমার প্রাপ্তি। আমি যে অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি—দর্শকের কাছ থেকে তার বিপরীতে যে ভালোবাসা, যে সম্মান আমি পেয়েছি, তাতে সত্যিই মুগ্ধ আমি। একজন নতুন হিসেবে আমাকে সবাই যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন, সবার প্রতিই কৃতজ্ঞ আমি।’

কাজলরেখা চলছে সাতটি সিনেমা হলে। এখনো মোটামুটি ভালোই সাড়া দিচ্ছেন দর্শক। মন্দিরা তাদের আহ্বান জানিয়েছেন সিনেমাটি দেখতে। তিনি বলেন, ‘সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা হলে গিয়ে কাজলরেখা উপভোগ করুন। ভালো লাগবে এ সিনেমার গল্প, গান, লোকেশন ও শিল্পীদের অভিনয়।’ তবে এরই মধ্যে পাওয়া দর্শক প্রতিক্রিয়া নিয়ে বলেন, ‘সত্যি, দর্শকের ভালোবাসার কাছে ঋণী হয়ে গেলাম।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন