জানুয়ারি-মার্চ

লাভেলো আইসক্রিমের মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি লাখ টাকা, আগের বছর একই সময়ে যা ছিল কোটি ৪৭ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে কোটি ৫৪ লাখ টাকা বা ৭৩ শতাংশ। সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৮৪ লাখ টাকা, আগের বছর একই সময়ে যা ছিল কোটি ৬৫ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে কোটি ১৯ লাখ টাকা বা ১২ শতাংশ। সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ২৮ পয়সাআগের বছরের একই সময়ে যা ছিল টাকা ১৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২১ পয়সায়, গত বছরের ৩০ জুন শেষে যা ছিল ১২ টাকা ৯৪ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন