প্রথম নিলাম শুরু ২৯ এপ্রিল

নতুন বর্ষের (২৪-২৫) নিলামসূচি প্রণয়ন করেছে চা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ চা বোর্ডের ফেসবুক পেজ

নতুন নিলাম বর্ষের শিডিউল ঘোষণা করেছে বাংলাদেশ চা বোর্ড। মঙ্গলবার (২ এপ্রিল) টি সেলস কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ এপ্রিল শুরু হচ্ছে নতুন নিলাম মৌসুম। বৈঠক শেষে চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের আন্তর্জাতিক চা নিলামের সময়সূচি প্রণয়ন করেছে চা বোর্ডের বাণিজ্য শাখা। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ নিলাম বর্ষের চট্টগ্রামের প্রথম নিলাম শুরু হবে ২৯ এপ্রিল। চট্টগ্রামে নতুন নিলাম বর্ষে ৫০টি নিলাম অনুষ্ঠিত হবে। মৌসুমের শেষ নিলাম অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২১ এপ্রিল। চট্টগ্রামের নিলামগুলো সপ্তাহের প্রতি সোমবার অনুষ্ঠিত হবে। তবে ঈদুল ফিতর, ঈদুল আযহা, মিলাদুন্নবীসহ বেশ কিছু রাষ্ট্রীয় ছুটির কারণে শুধুমাত্র ৫টি নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

অপরদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন মৌসুমে অনুষ্ঠিত হবে ২৬টি নিলাম। শ্রীমঙ্গলে প্রথম নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার। মৌসুমের শেষ নিলাম অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২৩ এপ্রিল। শ্রীমঙ্গলে দুটি ছাড়া বাকি সব নিলামই অনুষ্ঠিত হবে বুধবার। প্রতি মাসে শ্রীমঙ্গলে দুটি নিলাম অনুষ্ঠিত হবে। এছাড়া পঞ্চগড়ে দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হতে যাওয়া অনলাইন নিলাম হবে ২৪টি। আগামী ৮ মে প্রথম নিলাম অনুষ্ঠিত হওয়ার পর সর্বশেষ অনলাইন নিলাম অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২৫ মার্চ। মাসের দুটি বুধবার হিসাবে পঞ্চগড়েও প্রতি মাসে দুটি নিলাম অনুষ্ঠিত হবে।

চা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর নিলামে চায়ের পর্যাপ্ত সরবরাহ হওয়ায় নিলামের সংখ্যা বাড়ানো হয়েছিল। যার কারণে আসন্ন নতুন মৌসুমের নিলামের জন্য অনুষ্ঠিত টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় আগাম বাড়তি নিলাম সূচিতে যুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন