স্পাইডারম্যানে ফিরতে যাচ্ছেন কি টোবি ম্যাগুইরে

ফিচার ডেস্ক

ছবি: সনি পিকচার্স

এখন পর্যন্ত যত জন স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন, তাদের মধ্যে টোবি ম্যাগুইরে ছিলেন সবচেয়ে জনপ্রিয়। প্রায়ই ভক্তরা প্রশ্ন ছোড়ে, কখন তিনি ফিরতে যাচ্ছেন স্পাইডার দুনিয়ায়। দীর্ঘদিন ধরে গুঞ্জনও ছিল, যদি স্যাম রাইমি স্পাইডারম্যানের নির্মাণভার হাতে নেন তবে শিগগিরই চতুর্থবারের মতো দেখা যাবে ম্যাগুইরেকে। সে গুঞ্জনের দিকে ইঙ্গিত করেই সম্প্রতি মুখ খুলেছেন নির্মাতা স্যাম রাইমি। তিনি বলেছেন, ‘আমি এখনো বিষয়টি সম্পর্কে শুনিনি। তবে আমি পড়েছি এ বিষয়ে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কাজ করছি না। কারণ মার্ভেল আর কলম্বিয়া তাদের বর্তমান স্পাইডারম্যান নিয়ে দারুণভাবে সফল। আমি জানি না, তারা আমার কাছে ফিরবেন কিনা। তবে আমরা সে গল্প বলতে পারব।’ 

মার্ভেলের ভক্তরা মনে করছে, কোনো একসময় রাইমি ম্যাগুইরের সঙ্গে কাজ করবেন। স্পাইডারম্যানের যে আখ্যান ২০০২ সালে শুরু হয়েছে, তা আরো দীর্ঘ হবে। সিনেমায় টোবি ম্যাগুইরে একটা অভ্যস্ততা তৈরি করে ফেলেছেন দর্শকের মননে। এদিকে ১৪ বছর পর স্পাইডারম্যানের পোশাকে টোবিকে দেখে ভক্তরাও নস্টালজিক হয়ে পড়ে। প্রকৃতপক্ষে ভক্তরা শুরু থেকে এ অভিনেতাকেই দেখতে চাচ্ছিল স্পাইডারম্যান হিসেবে। স্যাম রাইমি সে কৌতূহলের জবাবে বলেন, ‘আমি নিশ্চিত নই। তবে আমি সব স্পাইডারম্যান মুভিই ভালোবাসি। ‘‌‘‌স্পাইডারম্যান: নো ওয়ে হোম’’ আমার পছন্দ। কারণ এখানেই টোবি ম্যাগুইরেকে দেখাটা ছিল দুর্দান্ত।’ 

স্যাম রাইমি ২০০৪ সালে ‘‌স্পাইডারম্যান টু’-এর পরিচালনার ভার হাতে নেন। ২০০৭ সালে তার হাত ধরেই মুক্তি পায় ‘‌স্পাইডারম্যান থ্রি’। এ পরিচালক মার্ভেল ইউনিভার্সে ফিরে আসেন ২০২২ সালে। পরিচালনা করেন ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস।’ কাছাকাছি সময়েই টোবিকে দেখা যায় মার্ভেলের স্পাইডারম্যান: নো ওয়ে হোম সিনেমায়। এতদিন পরে স্পাইডারম্যানের পোশাক পরে কেমন লেগেছে, এ নিয়ে কথা বলেন। সে সময় এ অভিনেতা বলেন, ‘এত বছর পর স্পাইডারম্যানের পোশাক পরে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিছুটা অস্বস্তিও লাগছিল। আমি মনে করি, পোশাকটার একটা শক্তি রয়েছে।’ 

নির্মাতা স্যাম রাইমি বলেন, ‘আমি টোবির সঙ্গে কথা বলিনি বিষয়টি নিয়ে। কিন্তু মার্ভেল সম্ভবত বলেছে কিংবা কলম্বিয়া পিকচার্স। আমি তো কেবল মার্ভেলের সঙ্গে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেসে কাজ করেছি। ফলে আমার জন্য পড়াটা বেশ কঠিন। যদি বিষয়টি নিয়ে চিন্তাভাবনা থাকে, তাহলে আমি জানতে পারতাম বা পারব।’

সূত্র: ইয়ন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন