ওবামার সমর্থন পেয়ে জনপ্রিয়তা বেড়েছে কমলা হ্যারিসের

বণিক বার্তা অনলাইন

বিবিসির ছবি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পাওয়ার পর কমলা হ্যারিসের জনপ্রিয়তা বেড়েছে বলে উঠে এসেছে বিভিন্ন জরিপে। শুক্রবার শুক্রবার (২৬ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থনের কথা জানান বারাক ওবামা।

বিবৃতিতে তিনি বলেন, ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তি কমলা হ্যারিসই। এখন পর্যন্ত দলটির শতাধিক নেতা সমর্থন দিয়েছেন কমলাকে। 

তার বিবৃতির পরপরই বিভিন্ন জরিপে কয়েক ধাপ এগিয়ে যান কমলা হ্যারিস। এরই মধ্যে রয়টার্সের জরিপে ৪৪ শতাংশ সমর্থন পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন এই সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের জরিপে ট্রাম্পের চেয়েও ৬ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন কমলা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন