চট্টগ্রামে জিততে চায় বাংলাদেশ, টপ অর্ডার ব্যাটিংয়ে উন্নতির আশা

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

গত বছর ডিসেম্বরের শুরুতে সিলেটে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে দেয় বাংলাদেশ। সেই জয় থেকে প্রেরণা নিয়ে এবার শ্রীলংকাকেও হারাতে চেয়েছিল টাইগাররা। যদিও ফল হলো একেবারেই উল্টো। অতিথিদের কাছে প্রতি বিভাগেই পর্যুদস্ত বাংলাদেশ হারল ৩২৮ রানের বড় ব্যবধানে।

 

হার শেষে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত আজ সিলেটে সংবাদ সম্মেলনে বলেন, ‘এমনটি মাঝেমধ্যে ঘটে। কিন্তু ধনাঞ্জয়া ও কামিন্দু যেভাবে ব্যাট করেছে এজন্য তাদের কৃতিত্ব দিতে হবে। হারা তো হারাই। বড় রানে হারি আর কম রানে হারি। উইকেট ভালোই ছিল। কিন্তু দুটি ইনিংসেই আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। টপ অর্ডার ভালো খেলিনি। শুধু আমরাই না, দুই দলেরই টপ অর্ডার ব্যর্থ ছিল। তবে এই অজুহাত দেয়াটা মনে হয় ঠিক হবে না। কীভাবে আরেকটু ভালো করতে পারি, তা নিয়ে আমাদের কাজ করা দরকার। নতুন বলে ব্যাটিংটা কীভাবে আরো ভালো করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। ১-২টা উইকেট পড়ে গেলে পরের ব্যাটাররা কীভাবে দায়িত্ব নিয়ে খেলবে, সেটি খুব গুরুত্বপূর্ণ। আশাকরি, সামনের ম্যাচে ভালো কিছু হবে।’

  

সিলেটে বড় হারের পর চট্টগ্রামে শনিবার শুরু হতে যাওয়া পরের টেস্টে বাংলাদেশের লক্ষ্য কী, কিংবা কোন অ্যাপ্রোচে খেলবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে বলব, চট্টগ্রামে আমরা জেতার জন্যই খেলব। কোন অ্যাপ্রোচে খেলব, সেটা আমরা এখনই বলতে পারছি না, চট্টগ্রামে গিয়েই তখন বুঝতে পারব। তবে এটা নিশ্চিত, আমরা পরের টেস্ট জেতার জন্যই খেলব।’

 

প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন বোলার তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে বুক চিতিয়ে লড়লেন মুমিনুল হক। যদিও তার ৮৭ রানের ইনিংসের পরও বড় হার এড়ানো যায়নি। হারশেষে মুমিনুলের প্রশংসা করে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘ভাই আজ তার অভিজ্ঞতা প্রদর্শন করেছেন। অসাধারণ এক ইনিংস খেলেছেন। তার কাছ থেকে এমন ইনিংস আশা করেছিলাম আমরা। আশাকরি তিনি এমন খেলে যাবেন। আমার মনে হয়, অন্যদিক থেকে যদি সাপোর্ট দেয়া যেত তবে খেলাটা হয়তো পাঁচদিনে গড়াতো।’

 

শ্রীলংকার কিছু উইকেট নেয়ার পর রিলাক্সড হয়ে গিয়েছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আসলে টেস্ট ম্যাচে রিলাক্সড থাকার কোনো সুযোগই নেই, এখানেও ছিল না। সুযোগ এসেছিল। আমরা তা নিতে পারিনি। এটা খেলারই অংশ। প্রত্যেকটা খেলোয়াড় নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছে। আমার মনে হয়, ওদের দুটি ব্যাটারকে ক্রেডিট দিতে হবে। ওরা বেশ ভালো ব্যাটিং করেছে।’

 

লিটনের আউট নিয়ে শান্ত বলেন, ‘এ নিয়ে লিটনই ভালো বলতে পারবে। তবে আমার মনে হয়, টেস্টে সাধারণত এমন আউট দেখা যায় না। আর আমি ভুল বল নির্বাচন করেছিলাম। নতুন বলে টপ অর্ডার ব্যাটার হিসেবে এমন বল ছেড়ে দেয়া উচিত। ভুল জাজমেন্ট। আশাকরি আমরা যে ভুলগুলো করেছি পরে যেন এটি আর না হয়। আমরা ভালোভাবে অনুশীলন করে কামব্যাক করতে চাই।’

 

তিনি আরো বলেন, ‘লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। দু-একটা ইনিংস হয়তো তার খারাপ গেছে। তবে এটা নিয়ে সে নিজেও চিন্তা করছে। কোচিং স্টাফ ও আমাদের উচিত এ সময় তার পাশে থাকা। আমি মনে করি, পরের ম্যাচে সে ভালোভাবে কামব্যাক করবে।’

 

সিলেটে বাজে পারফরম্যান্সের পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি হয়নি বলে সমালোচনা উঠেছে। এর জবাবে শান্ত বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমাদের একদমই উন্নতি হয়নি, এটার সঙ্গে আমি একমত নই। কারণ, সিলেটে নিউজিল্যান্ডকে হারানোর পর আমি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে, আমরা অনেক উন্নতি করছি।’

 

দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানের ফেরার গুঞ্জন রয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘সিনিয়র খেলোয়াড় থাকলে তো খুবই ভালো হয়। সাকিব ভাই খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়। তিনি আসলে দলের সবার জন্যই ভালো। আমার মনে হয়, দলের প্রত্যেকটা খেলোয়াড়ই উদ্দীপ্ত হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন