টাইগারদের ১৫৯তম ওয়ানডে জয়

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার শ্রীলংকার ছুড়ে দেয়া ২৩৬ রানের টার্গেটে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এটা টাইগারদের ১৫৯তম ওয়ানডে জয়। ১৯৮৬ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ৪৩৮টি ওয়ানডে ম্যাচ খেলে ১৫৯টি জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে ২৬৯টিতে। ফলহীন ছিল ১০টি ম্যাচ।

 

বাংলাদেশ সর্বোচ্চ ১০৩টি ম্যাচ খেলেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, সর্বোচ্চ ৫০টি জয়ও এই মাঠে। শেরেবাংলায় টাইগাররা হেরেছে ৫১টি ওয়ানডে। এছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১ ম্যাচে ১৯টি, হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৩ ম্যাচে ১০টি জয় পেয়েছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার সঙ্গে চার ম্যাচ খেলে দুটি জিতেছে টাইগাররা।

 

ঘরের মাঠে ১৯৯টি ওয়ানডে খেলে ৯০টি জিতেছে বাংলাদেশ, হার ১০৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি জয় এসেছে জিম্বাবুয়ের মাঠে। ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে বেশি জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। তাদের ৮১ ম্যাচের মধ্যে ৫১টিতে হারিয়েছে বাংলাদেশ, হেরেছে ৩০টিতে।

 

এছাড়া ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ ম্যাচে ২১টিতে, শ্রীলংকাকে ৫৭ ম্যাচে ১২টিতে, আয়ারল্যান্ডকে ১৬ ম্যাচে ১১টিতে, নিউজিল্যান্ডকে ৪৫ ম্যাচে ১১টিতে, আফগানিস্তানকে ১৬ ম্যাচে ১০টিতে, ভারতকে ৪১ ম্যাচে ৮টিতে, কেনিয়াকে ১৪ ম্যাচে ৮টিতে, দক্ষিণ আফ্রিকাকে ২৫ ম্যাচে ৬টিতে, ইংল্যান্ডকে ২৫ ম্যাচে ৫টিতে, পাকিস্তানকে ৩৯ ম্যাচে ৫টিতে, স্কটল্যান্ডকে ৪ ম্যাচে ৪টিতে, বারমুডাকে ২ ম্যাচে ২টিতে, অস্ট্রেলিয়াকে ২২ ম্যাচে ১টিতে, কানাডাকে ২ ম্যাচে ১টিতে, হংকংকে ১ ম্যাচে ১টিতে, নেদারল্যান্ডসকে ৩ ম্যাচে ১টিতে, আরব আমিরাতকে ১ ম্যাচে ১টিতে হারিয়েছে বাংলাদেশ।  


 

১৯৮৬ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ২২টি ওয়ানডে হারের পর ২৩তম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। হায়দরাবাদে কোকা-কোলা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে মোহাম্মদ রফিকের অলরাউন্ড নৈপুন্যে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ জয়টি এসেছে ১৮ মার্চ চট্টগ্রামে।

 

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ২৪৩ ম্যাচে ২৪০ ইনিংস খেলে তিনি করেছেন ৮ হাজার ৩৫৭ রান। ২৭১ ম্যাচে ৭ হাজার ৭৯২ রান নিয়ে মুশফিকুর রহিম দুইয়ে ও সাকিব আল হাসান ২৪৭ ম্যাচে ৭ হাজার ৫৭০ রান করে তিনে অবস্থান করছেন।

 

উইকেট শিকারে শীর্ষস্থানটি সাকিবের। তিনি নিয়েছেন সর্বোচ্চ ৩১৭ উইকেট। ২৬৯ উইকেট নিয়ে দুইয়ে মাশরাফি বিন মর্তুজা, বর্তমানে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক ২০৭ উইকেট নিয়ে তিনে অবস্থান করছেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন