কনসার্টে ব্যস্ত চিরকুট

সাবিহা জামান শশী

ছবি: শারমিন সুলতানা সুমি

বছরজুড়েই কনসার্ট থাকে জনপ্রিয় ব্যান্ড চিরকুটের। চলতি সপ্তাহে কনসার্টে ব্যস্ত সময় পার করছে দলটি। পাঁচদিনে চারটি কনসার্টের খবর জানালেন ব্যান্ডের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি। চিরকুটের এ কনসার্ট শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি। সেদিন বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসবে গান শোনায় চিরকুট। এর পরদিন কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের প্রথম গ্র্যান্ড রিইউনিয়ন মাতানোর খবর জানান সুমি। 

কনসার্ট নিয়ে বলতে গিয়ে শারমিন সুলতানা সুমি বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছরের ঐতিহাসিক উৎসবে শামিল হতে পেরে আমরা ভীষণ আনন্দিত ও সম্মানিত। আনন্দের বিষয় হলো আলোকিত মানুষের কারিগর স্যার আবদুল্লাহ আবু সায়ীদ অসুস্থ থাকা সত্ত্বেও মধ্যরাত পর্যন্ত পুরোটা অনুষ্ঠানে মন দিয়ে আমাদের গান শুনেছেন এবং প্রশংসা করেছেন। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। অন্যদিকে কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কনসার্টটিও খুব স্মরণীয় আমাদের জন্য। আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ। এর আগে কুঠিবাড়ী যাওয়ার সুযোগ হয়নি। কনসার্টের সুবাদে শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কুঠিবাড়ী দর্শন দিয়ে কুষ্টিয়া যাত্রা করেছিলাম আমরা।’

আগামীকাল ফের কনসার্টের মঞ্চে দেখা যাবে চিরকুটের। কনসার্ট প্রসঙ্গে সুমি বলেন, ‘আগামীকাল সাভার ও সফিপুরের বাংলাদেশ আনসার একাডেমিতে আয়োজিত কনসার্টে অংশ নেব আমরা।’ সুমি জানান, চলতি মাসে আরো কয়েকটি কনসার্টে দেখা মিলতে পারে চিরকুটের। বর্তমানে আলোচনা চলছে। চূড়ান্ত হলেই চিরকুটের পক্ষ থেকে জানা যাবে।

২০০২ সালে চিরকুট প্রতিষ্ঠা হয়েছিল। তাদের একাধিক গান মানুষের মন জয় করেছে। গানে জনপ্রিয়তা পেলেও প্রথম অ্যালবাম প্রকাশে সময় নিয়েছিল চিরকুট। পরে শ্রোতাদের আগ্রহ থেকেই তাদের প্রথম অ্যালবাম চিরকুটনামা প্রকাশ পায় ২০১০ সালে। এরপর আরো দুটি অ্যালবাম নিয়ে আসে তারা। গত বছর চিরকুট জানায়, তাদের চতুর্থ অ্যালবাম আসতে যাচ্ছে। এরই মধ্যে শ্রোতাদের অ্যালবামের নাম জানিয়েছে চিরকুট। তাদের চতুর্থ অ্যালবামের নাম ‘‌পেন্ডুলাম’। বর্তমানে চিরকুট ব্যান্ডের লাইনআপ: শারমিন সুলতানা সুমি (ভোকাল), পাভেল আরিন (ড্রামস), জাহিদ হাসান নিরব (কি-বোর্ড, হারমোনিয়াম), তাওকির তাজাম্মুল (অতিথি সদস্য) ও নেওয়াজ (অতিথি সদস্য)।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন