‌কালোত্তীর্ণ হবে লিওর অভিনয়

আড্ডায় মার্টিন স্করসেসি, লিওনার্দো ও লিলি ছবি: ভ্যারাইটি

অস্কার নিয়ে প্রতি বছরই কোনো না কোনো সমালোচনা হয়। আর এ সমালোচনা শুরু হয় মূলত চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর। এবারো ব্যতিক্রম হয়নি। মনোনয়ন ঘোষণার পর দুটো বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। প্রথমটা হলো বারবিকে স্বল্পসংখ্যক বিভাগে মনোনয়ন দেয়া এবং দ্বিতীয়টা হলো মার্টিন স্করসেসির সিনেমার জন্য লিওনার্দো ডিক্যাপ্রিওর মনোনয়ন না পাওয়া। এ নিয়ে স্করসেসি অবশ্য ভাবিত নন। তিনি মনে করেন, লিওর অভিনয় কালোত্তীর্ণ হবে। অস্কার এখানে ততটাও গুরুত্বপূর্ণ নয়।

এ চরিত্র নিয়ে মার্টিন বলেন, ‘চরিত্রটা ছিল এমন একজন মানুষের, যে দুর্বল। সে এমনকিছু কাজ করে, যা প্রকাশ করার সাহস তার নেই। কিন্তু আবার স্ত্রীকেও ভালোবাসে। লিও এ চরিত্র করতে গিয়ে একজন সত্যিকার মানুষকেই যেন তুলে এনেছে। প্রত্যেকের মধ্যেই মানুষটা থাকে, যাকে সে কখনো স্বীকার করতে চায় না।’

অস্কারের চূড়ান্ত মনোনয়ন প্রকাশের এক সপ্তাহ আগে ভ্যারাইটি একটি কথোপকথন আয়োজন করেছিল। আমন্ত্রিত হয়েছিলেন মার্টিন স্করসেসি, লিলি গ্ল্যাডস্টোন ও লিওনার্দো ডিক্যাপ্রিও। সেখানে গল্প শুরু হয়েছিল মার্টিন ও লিওনার্দোর একত্রে কাজের শুরুর স্মৃতি দিয়ে। মার্টিন বলেন, ‘আমার মনে হয়, গ্যাংস ইন নিউইয়র্কে আমি প্রথম তার পরিচালক ছিলাম। সে একটা ডকে ছিল যেখানে নৌকা আসছিল, তুমি (লিওর প্রতি) সাইকেল ছুড়ে ফেলছিলে।’

লিলি গ্ল্যাডস্টোনকে কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনে কাস্ট করার গল্পটাও দারুণ। এ নিয়ে মার্টিন বলেন, ‘আমি তাকে প্রথম দেখি সার্টেইন উইম্যানে। দেখে মনে হয়েছিল শূন্যতা ও আবেগের মধ্যে সে যেভাবে নিজেকে মেলে ধরে আমি সে রকমই চাচ্ছি।’

লিলি প্রথম হলেও মার্টিনের সঙ্গে লিওনার্দোর এটি ষষ্ঠ সিনেমা। কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন নিয়ে লিও বলেন, ‘আমরা যে সিনেমাগুলো একসঙ্গে করেছি, এটা তার মধ্যে গুরুত্বপূর্ণ। মার্টিন তার প্রতিটি সিনেমাকে আলাদা করে তৈরি করে। আমার মনে আছে সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, ‘‌‍আমি গল্পটা অস্থিমজ্জা দিয়ে অনুভব করছি। এটা আমাকে ঠিকভাবে বলতে হবে। এরপর সে নিজেকে আট মাস ওকলাহোমায় বন্দি করে রেখেছিল। সত্যের কাছাকাছি পৌঁছতে চেয়েছিল। মার্টিন সবসময়ই মহৎ সব সিনেমা নির্মাণ করতে চায়, তবে এবারের সিনেমাটা সবদিক থেকেই আলাদা ও বিশেষ।’

ওসেজ মার্ডার (ওসেজ জাতির অনেককে পরিকল্পিত হত্যা) নিয়ে গল্পটা বলা হয়েছে এবং দর্শক সত্যের কাছাকাছি নিজেকে অনুভবও করেছে। পাশাপাশি এ সিনেমায় লিও ও লিলির রসায়নও নজর কেড়েছে সবার। এ নিয়ে লিও বলেন, ‘এ ঘটনাটা বাস্তব। ওসেজরা আমাদের বারবার বলেছেন যে এরা সত্যিই প্রেমে পড়েছিল। ভালোবাসার অদ্ভুত মোড় নিয়ে এটা অন্যতম একটা গল্প।’

লিলি গ্ল্যাডস্টোন এ সিনেমার জন্য অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। এছাড়া গোল্ডেন গ্লোবে হয়েছেন সেরা অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথমে ভালোবাসা ও তারপর সেটা অন্য রকম একটা মোড় নেয়। ভালোবাসা সেখানে আসে, কিন্তু তারপর আসে বিশ্বাসঘাতকতা। এ রসায়ন বলে বোঝানো যায় না।’

সিনেমাটি থেকে একাধিক পুরস্কার পাচ্ছেন লিলি। এর সঙ্গে আছে দর্শক ও সমালোচকদেরও প্রশংসা। লিলি নিজে নেটিভ আমেরিকান এবং তারাও লিলিকে নিয়ে খুশি। এ নিয়ে তিনি বলেন, ‘এ পর্যন্ত এত সাড়া আমি কখনো পাইনি। সেই সঙ্গে আরো জানিয়ে রাখি, নেটিভ আমেরিকানদের কাছে মার্টিন খুবই জনপ্রিয় এবং সেরা পরিচালক হিসেবে তাকে মনে করে।’

সিনেমা ও নিজেদের নানা আলাপের পাশাপাশি এসেছিল অন্যান্য সিনেমা, নির্বাচন এমনকি পৃথিবীকে দেখার ধরন প্রসঙ্গও। এর মধ্যে বারবেনহাইমার সম্পর্কেও প্রশ্ন করা হয়। ডিক্যাপ্রিও জানান, তিনি দুটো সিনেমাই থিয়েটারে বসে দেখেছেন।

ভ্যারাইটি আয়োজিত এ কথোপকথন অনেকটাই ছিল তিন শিল্পীর অন্তরঙ্গ আলাপচারিতা। নানা গুরুত্বপূর্ণ কথার পাশাপাশি ছিল খুনসুটিও। সবশেষে মার্টিন ধন্যবাদ জানান ওসেজ নেশনকে এবং লিলি জানান, সবাই এখন তাকে দত্তক নিতে চায়। সে কথার সঙ্গে গলা মিলিয়ে ডিক্যাপ্রিও বলেন, এ সিনেমায় অভিনয় করতে গিয়ে তিনি লিলির কাছ থেকে বহু কিছু শিখেছেন।

ভ্যারাইটি অবলম্বনে মাহমুদুর রহমান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন