ঢাকা আসবেন আতিফ?

সাবিহা জামান শশী

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা আতিফ আসলাম। নিজ দেশের সীমানা ছাড়িয়ে তার ভক্ত আছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও আতিফের ভক্তসংখ্যা কম নয়। সোমবার স্টার বক্স এজেন্সি তাদের ফেসবুক পেইজে আতিফ আসলামের গানের একটি ভিডিও দিয়ে ভক্তদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‌কবে ঢাকায় আসছেন আতিফ আসলাম।’ সেই থেকেই শুরু হয় আতিফের ঢাকায় আসার গুঞ্জন। 

আতিফ আসলামের ঢাকায় আগমন প্রসঙ্গে কথা হয় স্টার বক্স এজেন্সির হেড অব অপারেশন এনামুল হক বনির সঙ্গে। বনি বলেন, ‘‌আমরা বাংলাদেশে কোনো তারকাকে আনার আগে ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করি। দর্শককে প্রশ্ন করি কাকে দেখতে চান তারা। সে ভাবনা থেকেই অরিজিৎ সিং ও জুবিন নওটিয়াল এ তিনজনের মধ্যে দর্শক কাকে দেখতে চান, সেটা আমরা ভোটিংয়ের মাধ্যমে জানতে চাই। যেখানে দেখা যায়, দর্শক আতিফ আসলামকে চাইছেন। সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিই আতিফ আসলামকে ঢাকায় আনার।’

কবে ঢাকা আসবেন আতিফ, এ প্রসঙ্গে জানতে চাইলে বনি বলেন, ‘‌আমরা আতিফের যে গ্লোবাল ম্যানেজার আছে তার সঙ্গে যোগাযোগ করি। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা জানান, আগামী নভেম্বরে আতিফের কয়েকটি শো আছে আর আমাদের সামনে নির্বাচন। তাই এ বছর আতিফের কনসার্ট সম্ভব হচ্ছে না। আর আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রে আতিফের শো আছে বলে জেনেছি। আমাদের ইচ্ছা আছে ফেব্রুয়ারি বা মার্চের দিকে আতিফ আসলামকে আনার। বাংলাদেশে আতিফের অসংখ্য ভক্ত আছে। তাই সবাই যাতে আতিফের কনসার্ট উপভোগ করতে পারে, সে কথা ভেবেই আমরা টিকিটের মূল্য রাখব। এখন পর্যন্ত এটাই আমাদের পরিকল্পনা।’ 

আতিফ তার ক্যারিয়ারের সূচনা করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘‌জাল’ দিয়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন