বিশ্ববিদ্যালয়ের পরিবহন

বেরোবির ফেরিওয়ালা কমলা সুন্দরী

নাহিদুজ্জামান নাহিদ

শিক্ষার্থীদের স্বপ্ন ফেরি করে বেড়ায় বেরোবির কমলা রঙের বাস ছবি: দ্য বিউটি অব বিআরইউআর ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের প্রথম স্মৃতি হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। চার বছরে বিশ্ববিদ্যালয় জীবনে এই বাস ঘিরে তৈরি হয় শত স্মৃতি, গড়ে ওঠে সম্পর্ক, তৈরি হয় নতুন বন্ধুত্ব। ক্যাম্পাসে যাওয়া-আসার এ যানবাহন নিয়ে আবেগ, রোমাঞ্চগাথা স্মৃতি জড়িয়ে থাকে। ৭৫ একরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কমলা রঙের বাসগুলো যেন শিক্ষার্থীর স্বপ্ন ফেরি করে বেড়ায়। শিক্ষার্থীদের অনেকেরই বড় একটি সময় কাটে এ বাসে বসে। বাসযাত্রার সঙ্গে জড়িয়ে থাকে বহু স্মৃতি। বাসে উঠলেই বোঝা যায় শিক্ষার্থীদের ঝোলায় গল্পের শেষ নেই।

বেরোবির বিজয় সড়কের পাশে কৃষ্ণচূড়া রোডে চোখ মেলে তাকাতেই স্বাগত জানায় কমলা রঙের বাসগুলো। বিশ্ববিদ্যালয়ের বাসগুলো কমলা রঙের হওয়ায় শিক্ষার্থীরা কমলা সুন্দরী বলে ডাকেন। ক্যাম্পাসে বাসগুলো সুন্দরী বলেই পরিচিত। বর্তমানে ছয়টি বাস পাঁচটি রুটে চলাচল করে। প্রতিটি রুটের জন্য বাসে রয়েছে আলাদা নম্বর। ক্যাম্পাসের বাসগুলোর প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা টের পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া রোডে গেলে। বাসের সামনে দাঁড়িয়ে দল বেঁধে ছবি তোলার চিত্র দেখা যায় নিয়মিত। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য তো এটি রীতিমতো ‘অবশ্যকর্তব্য’। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এ আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে বাসে চড়ে বন্ধু-বান্ধবী মিলে শহরে ঘুরতে যাওয়ার আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। আবার কেউ টিউশন, কেনাকাটা, অন্যান্য দরকারি কাজের জন্য বাসে উঠে নানা গন্তব্যে ছোটেন। বাসে ওঠা নিয়ে চলে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা। কেউ আগে এসে ব্যাগ বা খাতা দিয়ে জায়গা ধরে রাখেন, আবার কেউ তার সহপাঠীর জন্য আগে থেকে বসে থাকেন। আবার কেউ জায়গা না পেলেও গাদাগাদি করে পুরো পথ বাদুড়ঝোলা হয়ে যান। তার পরও কমতি নেই ভালোবাসার। এসবের মধ্যে যেন আলাদা এক ভালো লাগা, আনন্দ রয়েছে।

রংপুরের বুকে বেরোবির কমলা রঙের বাসগুলো কেবল শিক্ষার্থী পরিবহনই করে না, বরং স্বপ্নগুলো ফেরি করে বেড়ায়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের একঝাঁক কমলা বাস যখন রাস্তায় চলে তখন রংপুরের হাজার হাজার কিশোর-কিশোরীর মনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুপ্রেরণা দেয়, স্বপ্ন জাগায় এ বাসগুলো। বেরোবির কমলা সুন্দরীকে যখন পথে-ঘাটে দেখা যায়, তখন মনে হয় যেন ৭৫ একরের সীমাবদ্ধতা সেই ৭৫ একরের মধ্যে নেই। পুরো রংপুর শহরের অলিগলিজুড়ে কমলা সুন্দরীর বিচরণ ঘটে। সারা দিনের ক্লাস শেষে ক্লান্তি নিয়ে ঘরে ফেরার পথে এই বাসই হয়ে উঠেছে নতুন স্বপ্নের অনুপ্রেরণা কিংবা সাক্ষী হয়ে থেকেছে কোনো স্বপ্নভঙ্গের। সাধারণ মানুষের কাছে এই কমলারঙা বাসগুলো হয়তো শিক্ষার্থী বাহন কিন্তু বেরোবির শিক্ষার্থীদের কাছে এ বাস যেমন অনেক আপন, তেমনি ঘরে ফেরার বিশ্বস্ত মাধ্যম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন