ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৬১, উদ্ধার অভিযান সমাপ্ত

বণিক বার্তা অনলাইন

ছবি: এপি

ভারতের ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্থানে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। এ ঘটনায় নিহত বেড়ে ২৬১ হয়েছে। আজ শনিবার (৩ জুন) দেশটির দক্ষিণ-পূর্ব রেলওয়ের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

এসইআরের মুখপাত্র আদিত্য চৌধুরী বলেন, শুক্রবারের রেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে ২৬১ হয়েছে। আরো ৬৫০ জন আহত যাত্রীকে ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওড়িশার বলেশ্বরের বাহানগা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এর সঙ্গে তিনটি ট্রেন জড়িয়ে গেলেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের শালিমার স্টেশন থেকে ছেড়ে আসা ২৩ বগির করমণ্ডল এক্সপ্রেস।

দুর্ঘটনা সম্পর্কে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। একটি সূত্রের দাবি, একই লাইনে থাকা মালগাড়ির পেছনে তীব্র গতিতে ধাক্কা দেয় করমণ্ডল এক্সপ্রেস। এতে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির ওপরে উঠে যায়। ২৩টি বগির মধ্যে ১৫টি ছিটকে পড়ে পাশের লাইনে।

ওই লাইন দিয়ে আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত বগির সঙ্গে এই ট্রেনের সংঘর্ষ হয়। এতে হাওড়াগামী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দেখতে হাসপাতালেও যাবেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন