জনগণের টাকায় বাজেট ঘোষণা করা হয় —আনিসুল হক

বণিক বার্তা প্রতিনিধি I ব্রাহ্মণবাড়িয়া

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘‌বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, আর বর্তমান সরকারের সময়ে দেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করা হয়।’ গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘তারা বাজেট দিত কীভাবে আমি বলি। তারা বাজেট দিত, এই যে দাতা দেশ আছে না, এরা নিজেদের বলত ডোনার। মিটিং হতো প্যারিসে, বাংলাদেশে নয়। বড় বড় রাষ্ট্র বলত, “আমরা কত টাকা ভিক্ষা দেব।” ভিক্ষার টাকা যখন একসঙ্গে হতো, তখন বোঝা যেত কত টাকার বাজেট হবে। আজ সেই চিত্র পাল্টে গেছে। আজ ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দেয়ার পর আমরা বলতে পারি, বাজেটের শতকরা ৮৩ টাকা বাংলাদেশের জনগণ দেবে আর ১৭ টাকা আসবে বিদেশ থেকে। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি।’

তিনি বলেন, ‘কাল যখন আমাদের বাজেট ঘোষণা করা হয়েছে দেখা গেছে, আমাদের দারিদ্র্যসীমা কমে এসেছে। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু কারো কারো চোখে ভালো লাগছে না। একটা হচ্ছে বিএনপি সাহেবের, যারা লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছেও আসবে না। বিগত দুটি নির্বাচনে দেশের মানুষ তা দেখেছে। তারা মূলত নির্বাচন করবে না, নির্বাচন নষ্ট করবে। তারা মানুষকে বাসে পুড়িয়ে মারবে।’ 

আইনমন্ত্রী বলেন, ‘এখন আবার কিছু ষড়যন্ত্রকারী তাদের সঙ্গে যোগ হয়েছে। এই ষড়যন্ত্রকারীদের কথা আপনাদের মনে রাখতে হবে। সারা পৃথিবীতে ঘুরে ঘুরে পকেটের টাকা খরচ করে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আপনাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, আপনাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবেন না। আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করব।’

তিনি বলেন, ‘গ্রামীণ মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট করার ক্ষমতা দিয়েছেন। তিনি কৃষকদের কম সুদে ঋণের ব্যবস্থা করে দিয়েছেন। গৃহায়ন প্রকল্প করছেন, যেন বাংলাদেশের একজন মানুষও গৃহহীন না থাকে। দেশের সব মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গেই আছে। ষড়যন্ত্র করে লাভ নেই, দেশের জনগণ উচিত শিক্ষা দেবে।’  

আনিসুল হক বলেন, ‘করোনাভাইরাস মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ—এ দুটির কারণে সারা বিশ্ব টালমাটাল হয়ে গেছে। এখন তেলের দাম ৬০ ডলার থেকে চলে গেছে ১২৮ ডলারে। তার পরও আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা দেখছি যে সারের দাম কমে আসছে। পেট্রলের দামও কমে আসবে। এ অবস্থায় আমরা নিশ্চয়ই সমন্বয় করে সবকিছুর দাম কমাব।’

সম্মেলন অনুষ্ঠানে মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান নূর রিফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানী প্রমুখ।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন