৬০০ কোটি টাকার বন্ড ছাড়বে এক্সিম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৬০০ কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের পর্ষদ। এটি হবে ব্যাংকটির পঞ্চম বন্ড। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এক্সিম ব্যাংক।

তথ্য অনুসারে, এক্সিম ব্যাংকের এ মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে ব্যাংকটি তাদের টিয়ার-টু মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এ বিষয়ে সশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে ব্যাংকটি। 

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন