
জাপানের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এজেন্সি (এফএসএ) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে গতকাল একটি দ্বিপক্ষীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাপানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিএসইসি চেয়ারম্যান ও আইওএসকো-এপিআরসির ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সভায় এফএসএর কমিশনার নাকাজিমা জুনুচি, সংস্থাটির ভাইস কমিশনার ও আইওএসকো-এপিআরসির চেয়ার শিগেরু আরিজুমিসহ উভয় নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক ও পুঁজিবাজারসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিএসইসির অবস্থান উল্লেখ করে এফএসএর সঙ্গে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানান। সভায় বিএসইসি ও এসএসএর মধ্যে একটি এক্সচেঞ্জ অব লেটার (ইওএল) বা বিনিময় চিঠি স্বাক্ষরিত হয়। এ বিনিময় চিঠি আগামীকাল অনুষ্ঠেয় ‘জাপান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিএসইসি ও এফএসএর মধ্যে বিনিময় করা হবে। উল্লেখ্য, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেইটিআরও) ও দ্য জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) সহযোগিতায় বিএসইসি ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে জাপানের টোকিও শহরে অনুষ্ঠেয় এ সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —বিজ্ঞপ্তি