শেয়ার কিনবেন সায়হাম টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ইয়াসমিন ফয়সাল কোম্পানিটির সাড় চার লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ এপ্রিলের মধ্যে বিদ্যমান বাজারদরে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন এ উদ্যোক্তা পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইলের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯০ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২২৮ কোটি ৫১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৫ লাখ ৬২ হাজার ৫০০। এর মধ্যে ৩৩ দশমিক ৭০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৫ দশমিক ২২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫১ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১৭ টাকা ৫০ থেকে ২৮ টাকা ৬০ পয়সায় মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭০ পয়সা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন