শেয়ার কিনবে জেনারেশন নেক্সটের পরিচালক

নিজস্ব প্রতিবেদক

গত ফেব্রুয়ারি থেকে ছয় দফায় পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের মোট ৬৫ লাখ ১৯ হাজার শেয়ার কিনেছে কোম্পানিটির করপোরেট পরিচালক এ জে করপোরেশন লিমিটেড। এবার সপ্তম দফায় আরো ১৫ লাখ শেয়ার ঘোষণা দিয়েছে এ করপোরেট পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার ক্রয় সম্পন্ন করবে এ জে করপোরেশন। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৯৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭১ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৯ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৫৫৫। এর মধ্যে ১৪ দশমিক ৮০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২ দশমিক ৭৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬২ দশমিক ৪১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। 

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৫ টাকা ৭০ থেকে ৭ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন