তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের অনুমোদিত মূলধন ৬৫ কোটি বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগে কোম্পানিটির অনুমোদিত মূলধন ছিল ৩৫ কোটি টাকা। আরজেএসসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটির এ মূলধন বাড়ানো হয়েছে।
এর আগে কোম্পানিটির এ অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য গত বছরের ২২ ডিসেম্বর ইজিএম করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বছরের ১৪ নভেম্বর। তখন এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়ার পাশাপাশি ঋণদাতা ও হাইকোর্টের অনুমোদন নেয়ার কথাও জানায় তালিকাভুক্ত কোম্পানিটি।