তমিজউদ্দিন টেক্সটাইল

অনুমোদিত মূলধন বাড়ল ৬৫ কোটি টাকা

তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের অনুমোদিত মূলধন ৬৫ কোটি বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের অনুমোদিত মূলধন ৬৫ কোটি বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগে কোম্পানিটির অনুমোদিত মূলধন ছিল ৩৫ কোটি টাকা। আরজেএসসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটির এ মূলধন বাড়ানো হয়েছে। 

এর আগে কোম্পানিটির এ অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য গত বছরের ২২ ডিসেম্বর ইজিএম করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বছরের ১৪ নভেম্বর। তখন এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়ার পাশাপাশি ঋণদাতা ও হাইকোর্টের অনুমোদন নেয়ার কথাও জানায় তালিকাভুক্ত কোম্পানিটি।

আরও