তমিজউদ্দিন টেক্সটাইল

অনুমোদিত মূলধন বাড়ল ৬৫ কোটি টাকা

প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের অনুমোদিত মূলধন ৬৫ কোটি বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগে কোম্পানিটির অনুমোদিত মূলধন ছিল ৩৫ কোটি টাকা। আরজেএসসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটির এ মূলধন বাড়ানো হয়েছে। 

এর আগে কোম্পানিটির এ অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য গত বছরের ২২ ডিসেম্বর ইজিএম করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বছরের ১৪ নভেম্বর। তখন এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়ার পাশাপাশি ঋণদাতা ও হাইকোর্টের অনুমোদন নেয়ার কথাও জানায় তালিকাভুক্ত কোম্পানিটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫