এসজেআইবিএল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৭ দশমিক ৮৭ শতাংশ মুনাফা বন্ডহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ফলে বন্ডটিকে লেনদেনের জন্য ‘‌এন’-এর পরিবর্তে ‘‌এ’ ক্যাটাগরি নির্ধারণ করে দেয়া হয়েছে। আজ থেকেই ‘‌এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে এ করপোরেট বন্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।  

শাহজালাল ইসলামী ব্যাংক আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল, ফুললি পেইডআপ, নন-কিউমুলেটিভ, ব্যাসেল-৩ কমপ্লেইন্ট পারপেচুয়াল বন্ড ইস্যু করে বাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে। এর মধ্যে বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন