দগ্ধ

কোথায় মিলবে চিকিৎসা

বণিক বার্তা ডেস্ক

পোড়া রোগী বেশি ক্ষতিগ্রস্ত হলে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আনতে হবে। তা না হলে বেড়ে যাবে সংক্রমণের ঝুঁকি। প্রাথমিকভাবে ঘরেই কিছুটা চিকিৎসা দেয়ার পর নিয়ে যেতে হবে হাসপাতালে। দেশের বিভিন্ন হাসপাতালে পোড়া রোগীদের চিকিৎসা দেয়া হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. এম হামিদ পলাশ বণিক বার্তাকে বলেন, পোড়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে দেশে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হচ্ছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফোর্ড হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পোড়া রোগীদের চিকিৎসা দেয়া হয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোড়া রোগীদের চিকিৎসা সবচেয়ে ভালো হয়। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কম খরচেই রোগীরা পোড়ার চিকিৎসা করতে পারেন। সেখানে রোগীরা যেমন যথার্থ চিকিৎসা পান, তেমন প্রয়োজন পড়লে অপারেশনও করা হয়।

দগ্ধ রোগীর যেমন চিকিৎসা দরকার, তেমনই দরকার শুশ্রূষা। দগ্ধ রোগীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিত ড্রেসিং করানো এবং ডাক্তারের দেয়া ওষুধ সময়মতো খাওয়ানো মলম লাগানোও অনেক জরুরি। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে তার পর্যাপ্ত খাবার-দাবারের দিকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন