দেশের গবেষকদের সাফল্যগাথা

‘ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরিতে গবেষণা করছি’

দক্ষিণ কোরিয়ার চুং-আং বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি কলেজের খাদ্য পুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। একজন শিক্ষক হিসেবে পাঠদান এবং গবেষণাদুটি কাজই সমানতালে চালিয়ে যাচ্ছি। গবেষণার ক্ষেত্রে আমি নতুন এবং কার্যকরী অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বা ড্রাগ ডেভেলপমেন্টের ওপর কাজ করছি যেটি দ্বারা ড্রাগ-প্রতিরোধী প্যাথোজেনিক অণুজীবগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরিতে গবেষণা করছি। এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক স্নাতকোত্তর শেষে দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য কিয়ং-হি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ থেকে পিএইচডি সম্পন্ন করি। সফল হওয়ার জন্য পরিশ্রম এবং দৃঢ় পরিকল্পনার কোনো বিকল্প নেই। পুরো পৃথিবী এখন উন্মুক্ত, কাজের সুযোগও অনেক। চাইলেই পৃথিবীর যেকোনো প্রান্তে ক্যারিয়ার গড়া যায়। দেশের বাইরে যারা উচ্চশিক্ষা বা ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদেরকে বলব, স্নাতক সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই যেন অন্তত দুটি গবেষণাপত্র প্রকাশ হয় সে চেষ্টা করতে হবে। স্নাতক পরীক্ষার শেষ হলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লিংকে ঢুকে বায়োটেকনোলজি রিলেটেড অধ্যাপকদের -মেইল আইডি সংগ্রহ করে তাদের কাছে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে হবে।

মোএমদাদুল হক

সহকারী অধ্যাপকচুং-আং বিশ্ববিদ্যালয়দক্ষিণ কোরিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন