বিদেশে পড়াশোনা

‘বায়োটেকনোলজি ব্যতীত আগামীর স্বাস্থ্য খাত একেবারেই পঙ্গু’

বর্তমানে বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়ে সাসটেইনেবল ড্রাগ ডিসকভারি প্রোগ্রামে ইনোভেটিভ ড্রাগ ডেভেলপমেন্ট মেথড নিয়ে পড়াশোনা করছি। আগে থেকেই উচ্চশিক্ষার লক্ষ্য থাকায় স্নাতক থিসিস পর্যায়েই গবেষণায় বিশেষ জোর দিয়েছিলাম। এক্ষেত্রে আমার বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি অব ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরম্যাটিক্সে  রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের ভূমিকা অনবদ্য ছিল। নতুন নতুন চ্যালেঞ্জিং রোগের বিরুদ্ধে ইনোভেটিভ মেডিসিন ডেভেলপের সংকল্পবদ্ধতা আমাকে বর্তমান অবস্থানে আসতে সাহায্য করেছে। কারণ বায়োটেকনোলজি ব্যতীত আগামীর স্বাস্থ্য খাত একেবারেই পঙ্গু। বায়োটেক ফিল্ডে উচ্চশিক্ষাপ্রত্যাশীদের মেকানিজম-বেইজড পড়াশোনায় প্রাধান্য দেয়া উচিত। সহপাঠ কার্যক্রম, বৈজ্ঞানিক প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণ করে জ্ঞানার্জনের পাশাপাশি উচ্চশিক্ষার প্রতি সংকল্প দৃঢ় থাকতে হবে। ইমিউনোলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিসের মতো মৌলিক কোর্সগুলোয় দক্ষতা অর্জন বায়োলজিক্যাল সায়েন্সে উচ্চশিক্ষার পূর্বশর্ত। স্নাতকের মাঝামাঝি পর্যায় থেকেই সিভি, লেটার অব মটিভেশন, লেটার অব রিকমেন্ডেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় মৌলিক ধারণা নেয়া শুরু করা উচিত। ইউটিউব, রিসার্চ আর্টিকেল কোর্সসেরার মতো ফ্রি লার্নিং সাইটগুলোর সর্বোত্তম ব্যবহার উচ্চশিক্ষাপ্রত্যাশীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কয়েক ধাপ এগিয়ে দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

 মো. সাইদুর রহমান

ইরাসমুস মুন্ডুস স্কলার

গেন্ট ইউনিভার্সিটি, বেলজিয়াম

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন