ক্ষমতা হারানো বোলসোনারো একা বসে ফ্লোরিডার কেএফসিতে

বণিক বার্তা অনলাইন

ছবি: দ্য মিন্ট

আজকে যে রাজা, কাল সে ফকির- এ কথার উদাহরণ হয়ে উঠলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এক সময় প্রেসিডেন্ট ভবনে থাকা মানুষটিকে এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেএফসিতে একা একা খেতে দেখা গেল। খবর দ্য মিন্ট।

বোলসোনারো এক সময়ে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের নেতৃত্ব দিয়েছেন। যার জনসংখ্যা প্রায় সাড়ে ২১ কোটি। ৬৭ বছর বয়সী এই ডানপন্থী নেতা এখন ফ্লোরিডা একপ্রকার নির্বাসন যাপন করছেন। অথচ মাস কয়েক আগেও ক্ষমতা ছাড়তে ছিলেন একদম অনিচ্ছুক। নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন একাধিকবার।

দেশে বোলসোনারোর বড় সমর্থকশ্রেণী রয়েছে। পরাজয় মেনে নিতে না পারা ভক্তরা রাজধানী ব্রাসিলিয়ার সরকারি ভবনে তাণ্ডব চালায়। অবশ্য এর আগেই গত ডিসেম্বরে বোলসোনারো যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।

বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ওই হামলা নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তবে শুরু থেকেই বোলসোনারো নির্দেশ দেয়ার কথা অস্বীকার করে আসছেন।

বোলসোনারো যুক্তরাষ্ট্রে প্রথম ছয় সপ্তাহ অবস্থান করেন ব্রাজিলের প্রাক্তন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন জোসে আলডোর অরল্যান্ডো বাড়িতে। সেখানকার কেএফসিতে একা একা ফ্রাইড চিকেন খেতে গিয়ে ক্যামেরাবন্দি হন তিনি।

জানুয়ারির শেষে ব্রাজিলে ফেরার ঘোষণা দিলেও পরে আরো ছয় মাসের মার্কিন ভিসার আবেদন করেন তিনি। তবে ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো জানান, সাবেক প্রেসিডেন্ট আর কখনো দেশে নাও ফিরতে পারেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন