ফক্স ও নিউজ করপোরেশন একীভূতের পরিকল্পনা বাতিল মারডকের

বণিক বার্তা অনলাইন

৯১ বছর বয়সী রুপার্ট মারডক উত্তরসুরী হিসেবে বিবেচনা করছেন ছেলে ল্যাচলান মারডককে ছবি: এফএমটি

ফক্স নিউজ করপোরেশনকে একীভূত করার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছেন রুপার্ট মারডক। মিডিয়া মুঘল বরং মুভ ইনকরপোরেশন বিক্রির কথা ভাবছেন। বিষয় সম্পর্কে অবগত সূত্রের বরাতে তথ্য নিশ্চিত হয়েছে।

সংশ্লিষ্ট তিনটি সূত্র জানায়, মুভ ইনকরপোরেশনে থাকা নিজেদের শেয়ার ৩০০ কোটি ডলারে কোস্টারের কাছে বিক্রির আলোচনা চালিয়েছে নিউজ করপোরেশন।  

ফক্স নিউজ করপোরেশনের একীভূতের বিপক্ষে প্রকাশ্যে মতামত জানিয়েছে বেশ কয়েকজন শীর্ষ বিনিয়োগকারী। মঙ্গলবার এক বিবৃতিতে নিউজ করপোরেশন জানায়, বিষয়টি (একীভবন) নিউজ করপোরেশন ফক্সের শেয়ারহোল্ডারদের জন্য তেমন সুবিধাজনক নয়। একীভবন চুক্তি সম্পন্ন হলে মারডকের মিডিয়া সাম্রাজ্য ফের যুক্ত হতো। এক দশক আগে আলাদা হয়েছিল করপোরেশন দুটি। বর্তমানে নিউজ করপোরেশনের বাজার মূলধন হাজার ১০০ কোটি ডলার। অন্যদিকে ফক্সের বাজার মূলধন হাজার ৭০০ কোটি ডলার।

মারডকের ঘনিষ্ঠ লোকজন বলছেন, ২০১৩ সালে বিভাজিত হওয়া প্রকাশনা বিনোদন কোম্পানিগুলোকে একত্রিত করার পেছনে প্রধান কারণ উত্তরসুরীর কাছে দায়িত্ব হস্তান্তর। ৯১ বছর বয়সী রুপার্ট মারডক তার উত্তরসুরী হিসেবে ছেলে ল্যাচলান মারডককে বিবেচনা করছেন। বর্তমানে ফক্স করপোরেশনের দায়িত্বে আছেন ল্যাচলান। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন