পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ১ নভেম্বর ডিএসইতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৬৬ টাকা ২০ পয়সা। এর থেকেই কোম্পানিটির শেয়ারদর টানা বাড়তে থাকে। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১৪৮ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে এর শেয়ারদর বেড়েছে ১২৪ শতাংশ। পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ।