ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স

আইইউবিএটির গৌরবময় ৩২ বছর

ফিচার প্রতিবেদক

আইইউবিএটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা ছবি: আইইউবিএটি

দেশের প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন পেশাদার স্নাতক গড়ে তোলার প্রত্যয়ে শিক্ষাবিদ অধ্যাপক এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে ১৯৯১ সালে যাত্রা করে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরে নিজস্ব ২০ বিঘা জমিতে আইইউবিএটির রয়েছে সবুজ ক্যাম্পাস। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে আট হাজারের অধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ১২টি প্রোগ্রামে পড়ছেন। তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে রয়েছেন প্রায় ৩০০ শিক্ষক। যাদের মাঝে আছেন ৮০ জনের বেশি পিএইচডিধারী। আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, পুরকৌশল, কম্পিউটারবিজ্ঞান প্রকৌশল, তড়িৎ ইলেকট্রনিকস প্রকৌশল, যন্ত্র প্রকৌশল, অর্থনীতি, ইংরেজি, কৃষি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নার্সিং বিষয়ে পড়া যায়। স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ এবং এমপিএইচ প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয় আইইউবিএটি। মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০০ শতাংশ পর্যন্ত মেধাবৃত্তি দেয়া হয়। এছাড়া মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ বিশেষ বৃত্তিসহ বিভিন্ন বিভাগে আরো ৯০টি বৃত্তি দেয়া হয়। যেসব মেধাবী শিক্ষার্থী আর্থিক সচ্ছলতার অভাবে উচ্চশিক্ষা নিতে পারছেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আইইউবিএটিতে।

১৯৯৭ সালে আইইউবিএটি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের সদস্য হয়, যার মাধ্যমে কমনওয়েলথের সব দেশেই আইইউবিএটির ডিগ্রি স্বীকৃতি পায়। পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে ২০০৮ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়টিকে গ্রিন ক্যাম্পাস হিসেবে ঘোষণা দেন। এছাড়া ২০২২ সালের ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বাংলাদেশে আইইউবিএটির অবস্থান দ্বিতীয়, আর বিশ্বের ১০৪টি দেশের হাজার ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ২৫৪তম। ২০২১ সালে উরি (ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস উইথ রিয়েল ইমপ্যাক্ট) র্যাংকিংয়ে নৈতিক মানের বিবেচনায় বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৯তম স্থান অর্জন করেছে আইইউবিএটি। ২০২২ সালের দ্য টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিংয়ে ৬০১-৮০০তম অবস্থানে আছে প্রতিষ্ঠানটি। সিমাগো ইনস্টিটিউশনস র্যাংকিং ২০২২- সারা বিশ্বে আইইউবিএটির অবস্থান ৭৩৫তম। বিশ্বের ২৭টিরও বেশি দেশের ১১৩টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্বাক্ষর চুক্তি হয়েছে প্রতিষ্ঠানটির। যার ফলে প্রতি বছর শিক্ষক-ছাত্র অনুষ্ঠানের আওতায় এসব বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন পড়াশোনার অভিজ্ঞতা অর্জন করতে পারেন আইইউবিএটির শিক্ষার্থীরা। আইইউবিএটির ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশের (আইইবি) অনুমোদিত। এছাড়া বিবিএ প্রোগ্রামটিও অ্যাক্রেডিয়েশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রাম (এসিবিএসপি) থেকে অনুমোদন পেয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন