সিলকো ফার্মার ক্যাটাগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ায় কোম্পানিটিকে লেনদেনের জন্য থেকে বি ক্যাটাগরিতে পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ থেকেই নতুন ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। গতকাল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশে অনুমোদন দেয় কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

২০২১-২২ হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৮১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা। বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ৯৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৮৫ পযসায়। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরে পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন