ভিএফএস থ্রেড ডায়িংয়ের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত শতাংশ স্টক লভ্যাংশে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

২০২১-২২ হিসাব বছরে ভিএফএস থ্রেড ডায়িংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৪২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৫০ পয়সা। বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৬ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৭০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ভিএফএস থ্রেড ডায়িং। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৪৫ পয়সা। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে শতাংশ নগদ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ২০১৮-১৯ ২০১৭-১৮ হিসাব বছরে কোম্পানিটি ১৬ শতাংশ হারে লভ্যাংশ বিতরণ করেছে। এর মধ্যে শতাংশ নগদ ১০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ পয়সা। বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৯ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ১০ পয়সায়।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ঋণমান অনুসারে, সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ট্রিপল বি প্লাস স্বল্পমেয়াদে এসটি- ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)

২০১২ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৯১ কোটি ৮৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৫৫। এর মধ্যে ৩০ দশমিক ৭৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, দশমিক ৭৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য শতাংশ বিদেশী বিনিয়োগকারী বাকি ৬০ দশমিক ৪৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন