
দেশের প্রধান পুঁজিবাজার
ঢাকা স্টক
এক্সচেঞ্জে (ডিএসই)
গত সপ্তাহের
চার কার্যদিবসে
সবচেয়ে বেশি
দরপতন হয়েছে
মুন্নু সিরামিক
ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আলোচ্য
সপ্তাহে কোম্পানিটির
দর কমেছে
৬ দশমিক
১২ শতাংশ। স্টক
এক্সচেঞ্জ সূত্রে
এ তথ্য
জানা গেছে।
তথ্য অনুসারে, ডিএসইতে
গত সপ্তাহের
শুরুতে মুন্নু
সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর
ছিল ১৩০
টাকা ৭০
পয়সা। সপ্তাহ শেষে
এ দর
কমে দাঁড়িয়েছে
১২২ টাকা
৭০ পয়সা। সে
হিসাবে সপ্তাহের
ব্যবধানে কোম্পানিটির
শেয়ারদর কমেছে
৮ টাকা
বা ৬
দশমিক ১২
শতাংশ। গত সপ্তাহের
চার কার্যদিবসে
কোম্পানিটির মোট
৩৫ লাখ
৯৫ হাজার
২৫৯টি শেয়ার
লেনদেন হয়েছে। যার
আর্থিক মূল্য
৪৪ কোটি
৪৭ লাখ
১০ হাজার
টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক
প্রতিবেদন অনুসারে,
চলতি ২০২২-২৩ হিসাব
বছরের প্রথম
প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির
শেয়ারপ্রতি আয়
(ইপিএস) হয়েছে
৪ পয়সা। এর
আগের হিসাব
বছরের একই
সময়ে যা
ছিল ২১
পয়সা। এ বছরের
৩০ সেপ্টেম্বর
শেষে কোম্পানিটির
শেয়ারপ্রতি নিট
সম্পদমূল্য (এনএভিপিএস)
দাঁড়িয়েছে ৮৩
টাকা ৫
পয়সায়।
৩০ জুন সমাপ্ত
২০২১-২২
হিসাব বছরে
উদ্যোক্তা-পরিচালক
বাদে কেবল
সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য
১০ শতাংশ
নগদ লভ্যাংশের
সুপারিশ করেছে
কোম্পানিটির পর্ষদ। ঘোষিত
লভ্যাংশ ও
আলোচ্য হিসাব
বছরের অন্যান্য
এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন
নিতে এ
বছরের ১৪
ডিসেম্বর ভার্চুয়াল
মাধ্যমে বার্ষিক
সাধারণ সভা
(এজিএম) করেছে
কোম্পানিটি। এ-সংক্রান্ত
রেকর্ড ডেট
ছিল ২১
নভেম্বর।